ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কেশরহাট উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত


২২ মার্চ ২০২৩ ১৮:০৪

মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২১মার্চ) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলী প্রামাণিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ, কেশরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও বসন্ত কেদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহিদুজ্জামানসহ অনেকে।