ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবির ঘ ইউনিটে পাশ ২৬ শতাংশ


১৭ অক্টোবর ২০১৮ ০৪:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের অধীনে এ বছর ৯৫ হাজার ৩৪১টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার ৪৪০ জন। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন। পাসের হার ২৬.২১ শতাংশ। যা অন্য যেকোনো বারের চেয়ে দ্বিগুণ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার, মামলা ও তদন্ত কমিটি গঠনের পর গতকাল সোমবার দুপুরে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শুক্রবার অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তবে পুনরায় ভর্তির দাবি আমলে না নিয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এসএ