ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে এক জনকে স্থায়ী ও বাকি ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।
স্থায়ী বহিষ্কার হওয়া ছাত্রের নাম জীম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণসহ নানা কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছরের শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে জীম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জীম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়।
আইকে