ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


রাবিতে স্বজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


১৩ অক্টোবর ২০১৮ ২২:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্বজন কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় সভাপতি সভাপতিত্ব করেন হাসিকুল হাশিম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-চিকিৎসক ড. নাদিরা বেগম, বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর ড. জি এম শফিকুর রহমান, বায়োক্যমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ প্রমুখ।

এমএ