ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


জবিতে 'স্বাধীনতায় বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা


২ অক্টোবর ২০১৮ ০৬:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'স্বাধীনতায় বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জবির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকোলাম কর্মকাণ্ডেও এগিয়ে আছে। ফলে সন্ত্রাস-জঙ্গিবাদে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খুবই জরুরি, কারন জঙ্গিবাদ কে রুখে দিতে সাংস্কৃতিক চর্চা সহায়ক হিসেবে কাজ করবে এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তরুনদের সামনে এগিয়ে নিতে কাজ করবে। এসময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে তরুণদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোঃ মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশীদ খান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল।

আলোচনা অনুষ্ঠান শেষে নতুন ভবনের নিচতলায় ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

পরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন শিল্পীর ৭০টির বেশি শিল্পকর্মের মধ্যে প্রথম ছয়জনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপাচার্য মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দরা পুরো গ্যালারী পরিদর্শন করেন।

একেএ