ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


মায়ের নামে কলেজ, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৬

গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন আজ বুধবার। এদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেস্টুন লাগিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা।

নতুনসময়/আইকে