ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রাবিতে উচ্চ ফি নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ


২৯ জুলাই ২০১৯ ২০:৩৩

নতুন সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি ফর্মের দাম বেশি নির্ধারণ করার প্রতিবাদে শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন তারা।

ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রঞ্জু হাসানের সঞ্চালনায় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিটের ফর্ম উত্তোলনে লাগছে ১৯৮০ টাকা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লাগছে মাত্র ৪৫০ টাকা। এ বর্ধিত ফি বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের ভেবে দেখা উচিত বন্যা প্লাবিত এলাকার শিক্ষার্থীরা এ উচ্চমূল্যে ফরম কেনার সামর্থ্য রাখে কিনা।

বিক্ষোভ সমাবেশে বর্ধিত আবেদন ফি কমিয়ে সকল মেধাবীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।