ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


শুরু হল ইবির ভর্তি আবেদন


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৪

শনিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ৩৩টি বিভাগে ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ বছর ভর্তি পরীক্ষায় এমসিকিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর লিখিত। বাকি ৪০ নম্বর একাডেমিক (এসএসসি ও এইচএসসি বা সমমান) ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। নতুন নিয়মানুযায়ী ইউনিট প্রতি ফরমের মূল্য ‘এ’ ইউনিটে ৫০০ টাকা, ‘বি’ ইউনিটে ১৫০০ টাকা, ‘সি’ ইউনিটে ৮০০ টাকা ও ‘ডি’ ইউনিটটে ১৩০০ টাকা।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

আইএমটি