ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ঈদের ছুটিতে যেসব এলাকায় ৩ দিন ব্যাংক খোলা


১৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৪

শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি শুরু হলেও শিল্প ও বাণিজ্যিক এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে ব্যাংক খোলা রয়েছে।

আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে তিনদিন সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।

এজন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতের জন্যে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনাও জারি করেছে।

বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে।

আইকে