ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ই-কমার্সে বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে : বাণিজ্যমন্ত্রী


১৪ মে ২০২০ ০৩:২৪

প্রযুক্তি ব্যবহার করা বাণিজ্য বা ই-কমার্সে বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ খাতের সাথে জড়িতদের গুণগত মানের সেবা দেয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘এর (ই-কমার্স) ভবিষ্যতে আরো সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল কোভিড-১৯ সময়কালেই নয়, তারপরেও। সুতরাং, ই-কমার্সের সাথে জড়িত সবাইকে ভালো ইমেজ তৈরিতে সততার সাথে কাজ করতে হবে এবং গুণগত মান বজায় রাখতে হবে।’

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘ই-কমার্স ব্যবসায়ীদের জন্য বিলিয়ন ডলারের বাজার রয়েছে। তাই সাংবাদিকদের ই-কমার্স নিয়ে ইতিবাচক সংবাদ লেখার জন্য অনুরোধ করছি। যদি তা হয় তবে এটি ভবিষ্যতে ভালো উন্নতি করবে।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ‘ডিজিটাল বাংলাদেশ’ বির্নিমাণের লক্ষ্য স্থির করেছেন তার অন্যতম অংশ ই-কমার্স।

ই-কমার্স ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনার পণ্য সরবরাহ করতে যারা বেকার হয়ে পড়েছেন তাদের ব্যবহার করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের সবার সহযোগিতা দরকার।’