ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

টিভি দেখে বাড়ি ফেরার পথে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ


২৯ এপ্রিল ২০১৯ ০২:৩৪

মাদারীপুরের কালকিনিতে টিভি দেখে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার সকালে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকার বড়চর লক্ষ্মীপুর গ্রামের এক কিশোরী শনিবার রাতে পার্শ্ববর্তী আজিজ সরদারের বাড়িতে টিভি দেখতে যায়। টিভি দেখা শেষে একটি পুকুর পাড় দিয়ে একা বাড়িতে ফেরার পথে একই এলাকার আশ্রাফুল হাওলাদার (২০) ও তার সহযোগী ইমরান হাওলাদার (২২) মিলে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ওই দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি রাতে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জেনেছি। তবে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

 

নতুনসময়/আইকে