ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ


২৮ এপ্রিল ২০১৯ ১১:০৪

গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এইচএসসি পরীক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা।

শনিবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরাগাঁও খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী এবার আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ঘটনায় সাগর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর একই গ্রামের আলমগীর বেপারীর ছেলে।

ওই শিক্ষার্থীর বাবা জানান, আমার মেয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে বাড়িতে যাবার পথে পূর্ব শত্রুতার কারণে প্রতিবেশিরা তরগাঁও খেয়াঘাটে পথরোধ করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাপাসিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন হাসপাতালে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা ফেরদৌসি জানান, এসিড দগ্ধ শিক্ষার্থীর দুই হাতে এসিড লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, কেমিক্যাল বার্নে আক্রান্ত হয়েছে। পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে এজাহার দিয়েছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নতুনসময়/আইকে