রাজধানীর দিয়াবাড়ীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে ‘গাঁজা আলম’ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাব-১ এর একটি টহলদলের গুলিবিনিময়কালে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
এএসপি কামরুজ্জামান বলেন, আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬-১৭টি মাদক আইনে মামলা রয়েছে। সে উত্তরা-তুরাগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।
নতুনসময়/এনএইচ