ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

শেরপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


২৩ এপ্রিল ২০১৯ ০০:২৬

শেরপুরের নালিতাবাড়ীতে শাহিদা বেগম (৪০) নামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার কালিনগর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহিদা কালিনগর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (২১ এপ্রিল) রাতের কোনো এক সময় শাহিদা বেগম তার ছেলের খালিঘরে তালা ভেঙে প্রবেশ করে। পরদিন সোমবার সকালে ওই ঘরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলতে থাকে শাহিদা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নতুনসময়/এনএইচ