ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


২০ এপ্রিল ২০১৯ ১১:০৭

ঝিনাইদহে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শুক্রবার রাত ৯টার দিকে মধুহাটি ইউনিয়নের কুবিরখালি মাঠ এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত জামিরুল ইসলাম (৪০) কুবিরখালি গ্রামের মজনুর রহমানের ছেলে। জিয়ানগর বাজারে তিনি একটি হার্ডওয়্যার দোকান চালান।

ওসি মিজানুর রহমান বলেন, জামিরুল রাত ৯টার দিকে জিয়ানগর বাজার থেকে মিলন হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

“কুবিরখালি গ্রামের খালপাড়ে রাস্তার ওপর কলাগাছ ফেলে তার গতি রোধ করে খুনি। তার মাথায় ও বুকে গুলি করা হয়েছে।”

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হামিরুল ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।

নতুনসময়/আইকে