রূপগঞ্জের র্যাবের জালে আটকা পড়লো ৬ ডাকাত

রূপগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে নদীপথে ডাকাতির প্রস্ততিকালে ৬ ডাকাত র্যাব-১ এর পাতা জালে আটকরা পড়েছে বলে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান-১, (সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প) কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেসব্রিফিং-এ জানান। ডাকাতদের কাছ থেকে ২টি বড় ছুরি, ২টি দা, ২টি রাম দা, ২টি চাকু জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন গাজীপর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার দুলু মিয়া ছেলে শাহিন (৩০), একই এলাকার লিটন মিয়ার ছেলে সোহেল (২৯), নরসিংদীর পলাশ থানার ইসলামপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে সাদ্দাম (২৮), একই থানার কাজৈর এলাকার সুলতান হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩), গাজীপর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার জাহাঙ্গির কবিরের ছেলে উৎপল কবির (১৯) গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা, দড়িসোম এলাকার সবুজ মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২০)।
কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ তাদের এই সংঘবন্ধ দল গাজীপুরের কালীগঞ্জ থানাধীন গুদারাঘাট এলাকায় নদীতে চলাচলরত বালি, পাথর ও মালামাল পরিবহণকারী বিভিন্ন নৌযান ও ড্রেজারে ডাকাতি করে আসছিল। তারা আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন সময় দাপটের সাথে ডাকাতি কার্যক্রম চালিয়ে শীতালক্ষা নদীতে ত্রাসের রাম রাজত্ব অব্যাহত রাখে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ শীতালক্ষা নদীতে সক্রিয় ডাকাতির ঘটনার দায় স্বীকার করে।