ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

কোস্ট গার্ডের অভিযানে ৫ লক্ষ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


১১ এপ্রিল ২০১৯ ০৩:২৩

সরকারের মাদক বিরোধী অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সদা তৎপর ভূমিকা পালন করে আসছে। সাপ্রতিক সময়ে টেকনাফ, কক্সবাজার ও বঙ্গোপসাগরের সমুদ্র পথে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মাদক ব্যবসায়ীরা বিচ্ছিন্ন পথে ইয়াবা পাচারের চেষ্টা চালাচ্ছে।

এই সূত্র ধরে নৌপথে মাদক নির্মূল অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বিভিন্ন চ্যানেলেও নজরদারি বৃদ্ধি করেছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় উল্লেখযোগ্য পরিমান ইয়াবা ও পাচারকারী ধরা পড়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ এপ্রিল ২০১৯ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ভোলা দক্ষিণ জোনের অধিনস্থ সিজি বেইজ স্টেশান রাবনাবাদ ও নিজামপুর এবং এইচপিবি বুড়িগঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর মহিপুর থানার আওয়াতাধীন কুয়াকাটার অদূরে বঙ্গোপসাগর এর পঞ্চাশ মাইল গভীরে ০২ টি কাঠের ট্রলার হতে পাঁচ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক পাচারকারী মোশারেফ(৫৫) ও টিপু(৩০) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক পাচারকারীদের এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও কাঠের ট্রলার মহিপুর থানায় হস্থান্তর করা হয়।

এবিষয়ে ভোলা কোস্টগার্ডের অপারেশন অফিসার ল্যাফট্যান্যন্ট কমান্ডার মোঃ নাজিউর রহমান জানান, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

নতুনসময়/তাওহীদ