লুকিয়ে রাখা সম্পদ খুঁজে বের করবে দুদক

দুর্নীতিপরায়ণদের সতর্ক করে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন,সম্পদ লুকিয়ে রাখতে পারবেন না। দুদক তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।
আজ সোমবার সিলেটের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট বিভাগের শ্রেষ্ঠ মহানগর /জেলা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুদক কমিশনার বলেন, দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকারে দায়িত্ব আইনগতভাবে দুদক পালন করছে। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার জন্য সমন্বিত চেষ্টা করা হচ্ছে। সম্পদ লুকিয়ে রাখতে পারবেন না। দুদক তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।
তিনি বলেন, আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধে সহায়তা করে জানিয়ে দুদক কমিশনার বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধির ধারাকে আরো বিকশিত করার জন্য দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই।
আমিনুল ইসলাম বলেন, দুর্নীতি ব্যক্তি পর্যায়ে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংঘটিত হয়। সেবাখাতের দুর্নীতি প্রতিরোধে সেবাগ্রহীতা এবং সেবাদাতা উভয়েরই সচেতন হতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং কর্তাব্যক্তিদের নিবিড় মনিটরিং প্রয়োজন। সেবা প্রদানের ক্ষেত্রে সময় নির্ধারণ এবং তা কঠোরভাবে পরিপালন করা আবশ্যক। সেবাখাতে দীর্ঘসূত্রিতা , অনিয়ম চলতে পারে না। সেবাদাতাদের মনে রাখতে হবে , জনগণের করের টাকায় তাদের বেতন হয়। তাই সেবাগ্রহীতাদের ন্যূনতম অসম্মান করার অধিকার কারো নেই।
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম।