মুচলেকা দিলেনে সেই ভাদাইম্ম্যাসহ তিনজন

ইউটিউবে অশ্লিল ভিডিও নির্মান করে আপলোড করা ভাদাইম্ম্যা চয়েস এর অভিনেতা, চ্যানেলের এডমিন ও মালিকসহ তিনজন কে জিজ্ঞাসাবাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। মুচলেকায় তারা অশ্লিল ভিডিও বানাবেনা বলে অঙ্গিকার করে।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন এর অংশ হিসেবে আজ (সোমবার) ভাদাইমার সাথে সংশ্লিষ্ট তিনজন কে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে এনেছিলাম। তারা সবাই অনুতপ্ত এবং
তারা সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিয়েছে যে তারা কখনো আর এ ধরনের ভিডিও উৎপাদন এবং বাজারজাতকরণ করবে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন তাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। কাউন্সেলিং শেষে তারা রাত ন'টায় অফিস ত্যাগ করে।
তিনি আরও বলেন, যারাই ইন্টারনেট কে কলুষিত করবে তাদের কেই আইনের আওতায় আনা হবে। রেশ্মী আলোনসহ অন্যান্য অনেকেই এই তালিকায় রয়েছে।
সূত্রমতে, ইন্টারনেটকে ব্যবহার করে যারা অশ্লীলতা ছড়াচ্ছেন এদের বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা গ্রহন শুরু করা হয়। এরই অংশ হিসেবে প্রথমে সানাই, পরে সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিটিটিসি’র সাইবার সিকিউরিটি টিম। তারা ফেসবুক, ইউটিব থেকে অশ্লীল ভিডিও সরিয়ে নেয়াসহ ভবিষ্যতে এ ধরনের কোন ভিডিও আপলোড না করার মুচলেকা প্রদান করে ছাড়া পান।এরপর আলোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়।