ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা


২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০০

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টার দিকে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বখাটে যুবক ফারুক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে থানায় অভিযোগ করেন পরিবার।

ভিকটিমের বাবা জানান, বাস টার্মিনাল এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় আবু সায়েদের বখাটে ছেলে ফারুক ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে ফারুক পালিয়ে যায়। এসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে দুপুরে তাকে সাথে নিয়ে তার বাবা সদর থানায় এসে অভিযোগ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।