যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
-2019-01-01-16-38-39.jpg)
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনের চারতলায় সালমা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় রাবেয়া (৩৫) নামে আরেক নারী আহত হয়েছেন।
রবিবার যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।
তিনি বলেন, আমরা ঘটনস্থলে আছি, কে বা কারা কেন বাসায় প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পরে জানানো হবে।