ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

ময়মনসিংহে কোচিং চালানোয় দুই শিক্ষক আটক


৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৩

ময়মনসিংহে কোচিং চালানোয় দুই শিক্ষক আটক

ময়মনসিংহ নগরীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টারে পড়ানোর দায়ে ২ শিক্ষককে আটক করেছে ভ্রাম্যাণ আদালত। এসময় ওই ২ কোচিং সেন্টার সিলগালা করে দেয় স্থানীয় প্রশাসন।

আটককৃতরা হলেন- নেত্রকোনা সদরের সামছুল ইসলামের ছেলে নগরীর নাহার রোড এলাকার নাজমুলস কোচিং সেন্টারের মালিক নাজমুল হুদা খান এবং ত্রিশালের মোক্ষপুরের আব্দুল লতিফের ছেলে বেসিক বাংলা কোচিং সেন্টারের আবু বক্কর সিদ্দিক।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ‘গোপন সংবাদে ভিত্তিতে কোচিং সেন্টার খ্যাত নগরীর নাহা রোড ও বাউণ্ডারি রোড এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।’

জানা যায়, ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় প্রশ্নপত্র ফাঁস রোধে দেশের সকল প্রকার কোচিং সেন্টার পরিচালনা নিষিদ্ধ করে সরকার। কিন্তু ময়মনসিংহ নগরীর নাহা রোড, বাউণ্ডারি রোড, নতুন বাজার ও পিয়ন পাড়া এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন কিছু অসাধু শিক্ষকরা।

নতুনসময়/আইএ