ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

জমি নিয়ে বিরোধের জেরে শালার হাতে দুলাভাই খুন 


২২ মার্চ ২০২৫ ১৪:০৫

সংগৃহীত

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালার হাশুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন। শনিবার সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এ সময় মিনটু তার দুলাভাই রুহুল আমিনকে হালুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করেন। শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী জানান, শালা এবং দুলাভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।