শাহজালাল বিমানবন্দরে সোনা ও মোবাইল জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা ও মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বৃহস্পতিবার দিবাগত রাতে এগুলো জব্দ করা হয়। শুক্রবার দুপুরে কাস্টমস হাউজ থেকে গণমাধ্যমে পাঠানো এক তথ্যে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রিভেনটিম টিমের উপ-কমিশনার ইফতেখায়েরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯ ৫১০-এ শারজাহ হতে ঢিাকায় পৌঁছানোর পর রাকিবুল ইসলাম নামের এক যাত্রীকে অনুসুরণ করা হয়। পরে তার মোবাইলের কাভারের নিচে বিশেষভাবে লুকায়িত ১ হাজার ১১৪ গ্রাম অর্থ্যাৎ ১ কেজি ১৪ গ্রাম সোনা জব্দ করা হয়। পরবর্তীতে অপর আর এক অভিযানে ব্যাগেজ স্ক্যানিং করে লুকায়িত অবস্থায় ৯৮ গ্রাম স্বর্নালংকারসহ ৫২ পিস মোবাইল (ব্রান্ডঃ আইফোন, স্যামসাং, হুয়াওয়ে এবং গুগল পিক্জেল) ও ২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ নিষ্পত্তির লক্ষ্যে উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপসমূহ সাময়িকভাবে আটক করা হয়েছে।