ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা


১২ ডিসেম্বর ২০২৪ ১২:২৬

সংগৃহিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ‍যুবক হলেন- কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে তাজবির হোসেন শিহান (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন শিহান। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে পাঁচজন যুবক তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এসে তাকে ধরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে শিহানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়েও মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে খবর দেয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ড বলে মরদেহ উদ্ধার করেনি। এ সময় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে গেলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ছুরিকাঘাতে শিহান নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।