ফেনসিডিলসহ সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত সহকারী আটক

নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত সহকারীসহ দুইজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে তাদেরকে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় থেকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার মন্মমথ রায়ের ছেলে দীপঙ্কর রায় মিঠু (৩৫) ও ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)।
দীপঙ্কর রায় মিঠু দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত সহকারী (পিও) হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় মাদক কেনা-বেচার খবর জানতে পেরে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে পুলিশ।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনা-বেচা চলছে। এরপর অভিযান চালিয়ে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে তোলা হবে।