বোরহানউদ্দিনে হামলায় আহত যুবক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মজিবল হকের ছেকে বাবুল(৪০)কে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
গত বৃহস্পতিবার বিকালে হাকিমুদ্দিন বাজার দক্ষিণমাথা এলাকায় স্থানীয় অটোষ্ট্যান্ড নিয়ে বিরোধের জের
হামলার ঘটনা ঘটে।
একই এলাকার প্রতিপক্ষরা হামলা চালায়।
প্রতিপক্ষরা হলেন টবগী ৪ নং ওয়ার্ডের
শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে ফয়ছাল (৩২),
কাজল হাওলাদারের ছেলে সজিব ( ২৮),
কাঞ্চন হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার( ৪০),
বশির মিয়ার ছেলে গোলাম মাওলা( ৩০),
নিলু মিয়ার ছেলে রবিউল (৪২), বশির উল্লার ছেলে সুমন (২৬),
বিপ্লব হাওলাদারের রাসেদ (১৮), টবগী ৩ নং ওয়ার্ডের
চুন্নু সেবজালের ছেলে মাসুম ( ৪০), মালেক মাষ্টারের ছেলে নয়ন ( ২৭), সফুর ছেলে
আজগর (২৪)সহ অজ্ঞাত ১০ জন।
আহত বাবুলকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তার চিকিৎসার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
আহত বাবুল জানায়, খাসমহল বাজার যাওয়ার সময় পথিমধ্যে থেকে মোটরসাইকেল যোগে জোরপূর্বক তাকে তুলে নিয়ে আসেন হামলাকারীরা। স্থানীয় রাফেজ হাওলাদারের নির্দেশে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়। এসময় তাকে হত্যার হুমকি দেয় হামলাকারীরা।
পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায় তারা।
অন্যদিকে প্রতিপক্ষ রাফেজ হাওলাদার গংদের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।