ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

বিএনপির র‍্যালিতে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক


৯ নভেম্বর ২০২৪ ০৭:৪৮

ফাইল ফটো

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পল্টন থানা এলাকায় বিএনপির র‍্যালিতে ছুরিকাঘাতে একজন যুবক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে পল্টন থানাধীন চায়না মার্কেটের সামনে র‍্যালিতে রবিন দাস (২৬) নামের এক ব্যক্তিকে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পল্টনের একটি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন রবিন।

 

রবিনের পিঠের বাম পার্শ্বে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।