ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

শেরপুর হাসপাতাল রোডের ঔষধ ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করলো ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বি এস এফ


২৬ অক্টোবর ২০২৪ ১১:৫৩

ফাইল ফটো

মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রেজাউল করিম নামের এক বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন, তিনি শেরপুর জেলা হাসপাতাল রোডের আরেক ঔষধ ব্যবসায়ী মুকুল মেডিসিনের স্বত্বাধিকারী মুকুল হোসেন এর শ্যালক, 

 

 

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প এলাকার দীগলবাঘ সীমান্তের ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল শেরপুর সদর হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী এবং ১২ নং কামারিয়া ইউনিয়নের পূর্ব আলীনাপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে। তিনি সল্পমূল্যে ওষুধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির আওয়াজ শোনা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। পরে ওই মরদেহ তারা নিয়ে যায়।

 

মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী জানান, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে তাদের ধারণা। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছে তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা সীমান্তের।