তুরাগ এলাকার শীর্ষ মাদক কারবারি জয়নাল গ্রেফতার
-2024-09-30-00-07-07.png)
রাজধানীর তুরাগ এলাকার শীর্ষ মাদক কারবারি ও পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি জয়নালকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) দুপুরে বাউনিয়া বটতলা এলাকা থেকে মোঃ জয়নালকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জয়নালের বিরুদ্ধে তুরাগ থানাতে বিভিন্ন সময়ে দারেরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জয়নাল তুরাগ এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা সহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত জয়নালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার,
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।