ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

বার্নিকাটের গাড়িবহরে হামলা: চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার


২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫২

ফাইল ফটো

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে।

 

সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়।

 

পরে এ ঘটনায় মামলা করা হয়। সেই মামলার অন্যতম আসামি সাদেক খানকে গত ২৪ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়।