বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিএনপির।
দলটির মিডিয়া সেল সদস্য সায়রুল কবির খান জানান, রাজধানীর একটি এলাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে ডিবি।
গত ১৬ অক্টোবর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত এক সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘ভগবান’ বলে দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন বিএনপি নেতা শাহজাহান ওমর।
‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেছিলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ধন্যবাদ জানাই।
তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরো সাহস দেওয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর।
তার বলতে হবে- আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস- বাবা ভগবান আসসালামু আলাইকুম।
শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।