ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

১০ বাস ও আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের আগুন


৫ নভেম্বর ২০২৩ ০৮:৩১

ছবি সংগৃহীত

শনিবার সন্ধ্যা ৭ থেকে রবিবার সকাল সাড়ে ৬ পর্যন্ত (অবরোধের আগের রাত) ১০টি গাড়িতে, আওয়ামী লীগ অফিস ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অবরোধের আগের দিন সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এ নাশকতা চালানো হয়।

ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে।

সুত্র জানায়, ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ,গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গাউছিয়া মার্কেট এর সামনে নিউমার্কেটে মিরপুর লিংক নামে বাসে আগুন দেয়া হয়। এরপর এলিফ্যান্ড রোডে গ্রীন ইউনিভার্সিটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় জনপথ মোড় সায়েদাবাদে রাইদা পরিবহন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এরপর ১০ টায়
পাতাল মার্কেট এর সামনে মনজিল পরিবহন, ১২ টার দিকে সাইনবোর্ড সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জে অনাবিল বাসে আগুন দেয়া হয়।
রাত ১২ টারআদিকে চরফ্যাশন ভোলায় নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন, রাত ৩ টার দিকে বাদলপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন, ৪ টার দিকে তিন রাস্তার মোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন, একই সময় ঢাকার মাতুয়াইলে বাসে আগুন, একই সময়ে জুরাইনে তুরাগ বাসে আগুন, ভোর ৫ টা ও ৬ টায় ঢাকার মিরপুর ও গাজীপুরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।