অবরোধের আগের দিন তিনটি বাসে আগুন

রাজধানীর পৃথক তিনটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৭ টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহণ, এর কিছুক্ষণ পর মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস প্রায় একই সময় সায়দাবাদ জনপদের মোড়ের সামনে একটি আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস আগুনে তিনটি বাসই অধিকাংশ পুড়ে গেছে।