মাতুয়াইলে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত, আটক ৩২

বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেল বিস্ফোরণ করে। এর মধ্যে আমাদের সামনেই ৪-৫টা পড়ে। এ ঘটনায় আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’