ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

ডেমরায় বাসে আগুন, হেলপারের মৃত্যু


২৯ অক্টোবর ২০২৩ ১০:৫১

ছবি সংগৃহীত

ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসীম পরিবহন নামে একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে একজন বাস চালকের সহযোগী মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই পরিবহনের দুই হেলপার নাঈম ও রবিউল।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নির্বাপণ করে। আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রবিউল (২৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৃত নাঈম বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার হাজীনগরের থাকতেন।

ডেমরা থানার এসআই সাইদুর রহমান বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। সে সময়ে বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।’