ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেপ্তার মিশু রিমান্ডে


২৪ আগস্ট ২০২৩ ১৬:০৫

ছবি সংগৃহীত

ঢাকার সাভারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতনের মামলায় ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম আসামি মিশুকে তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন বলে ঢাকা জেলার প্রসিকিউশন পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।

এ সময় মিশুর পক্ষে কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চান। কিন্তু শুনানি শেষে তা নাকচ করে দেন বিচারক।

প্রসঙ্গত, গত শনিবার মিশুকে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন সকালে কিশোরীর মা মিশু ও তার স্বামী পরিচয়দানকারী আতিকুর রহমান আতিক ওরফে সঞ্জু শেখ এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে মামলা করেন।

মামলার বরাত দিয়ে সাভার থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, ‌‘মিশু গত ২৪ জুলাই রাতে ১৫ বছরের এক কিশোরীকে উপজেলার নির্বাচন অফিসের পাশে তার বাড়িতে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন। তখন ওই কিশোরী বাধা দিলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে কিশোরীকে পাঁচ তলার বেলকনি থেকে নিচে ফেলে দেওয়া হয়। কিশোরীটি টিনের চালের উপর পড়লে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

উল্লেখ্য, মিশুকে পুলিশ আটকের পর শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে গত শনিবার রাতেই যুব মহিলা লীগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।