ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

সিগারেট বাকি না দেয়ায়, দোকানিকে ছুরিকাঘাতে খুন


২৪ আগস্ট ২০২৩ ১৫:০৯

প্রতিকি

রাজধানীর দক্ষিণখানে এক দোকানিকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. রাফসান (১৭)। এ ঘটনায় এক কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণখান থানাধীন গাওয়াইর কলাবাগের ‘আল-আমিন টি-স্টোর’ নামের এক দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক হলেন—নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার অবিরামপুর গ্রামের মুসলেম হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাওয়াইর স্কুল রোড ব্যাংক কলোনির মানিক মিয়ার ভাড়া বাড়িতে থাকতেন। অপরদিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার কিশোরের বাড়িও একই এলাকায়। সে কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে জানিয়েছে থানা-পুলিশ।

এ ঘটনায় ওই কিশোরকে দক্ষিণখান থানার এসআই (উপপরিদর্শক) মোছা. রেজিয়া খাতুন আটক করেছেন। এসআই মোছা. রেজিয়া খাতুন বলেন, ভিকটিমের দোকানে গিয়ে পান চায় ওই কিশোর। পান দিতে দেরি করায় তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রাফসানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।

এদিকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ছিল চায়ের দোকানের আদা কাটার ছুরি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।