ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

আগুনের ঘটনা তদন্ত করতে মাঠে নেমেছে গোয়েন্দারা


১৬ এপ্রিল ২০২৩ ০২:৫৫

সংগৃহিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্য মতে, সম্প্রতি বঙ্গবাজারে আগুন ও নিউ মার্কেটের আগুনের ঘটনার তদন্তে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা। গোয়েন্দা তৎপরতার বিষয়ে কর্মকর্তারা বলছেন, কেনো এতো আগুন লাগছে সেটা ক্ষতিয়ে দেখতে আমাদের বিশেষ বিশেষ ইউনিট মাঠে কাজ করছে। অবশ্য এসব বিষয়ে র‌্যাব-পুলিশ বলছে, বঙ্গবাজার ও নিউ মার্কেটে কি এমনিতেই লেগেছে না আগুন নিয়ে কোনো নাশকতা তৈরি করা হচ্ছে সব কিছু খতিয়ে দেখতে মাঠে নেমেছেন তারা। ওই কর্মকর্তারা বলছেন, বিশেষ করে ঢাকায় আগুনের ঘটনা গুলো আমাদের গোয়েন্দারা বিশেষভাবে আমলে নিয়েই কাজ করছেন।

এদিকে আগুনের ঘটনায় ব্যবসায়ীরা বলছেন, আগুনের কারণে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। ব্যবসায়ীদের এসব ক্ষতি ঠেকাতে মূলত সারা ঢাকাতে পুলিশসহ সরকারের বিশেষ বিশেষ গোয়েন্দারা মাঠে নেমেছে।

শনিবার (১৫ এপ্রিল) আইনশৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকটি ইউনিটের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ওই সব কর্মকর্তারা বলেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় ৩ জন যুবককে সনাক্ত করে সেটা নিয়েই কাজ করা হচ্ছিলো। এরমধ্যে নিউমার্কেটের আগুনের ঘটনায় আমাদের স্পেশাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করেছে। কেনো এতো আগুন লাগছে সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং দায়িত্ব নিয়ে তা তদন্ত করা হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কাল থেকে সারা ঢাকার বিপণী বিতান মার্কেটগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। সম্প্রতি আগুনের ঘটনাগুলোতে কোনো নাশকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বিশেষ টিম কাজ করছে।

তিনি বলেন, বঙ্গবাজারের আগুন ও নিউ মার্কেটের আগুনের ঘটনাটি আমাদের পুলিশের পক্ষ থেকে সব কিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দা সক্রিয় ভাবে মাঠে নেমেছে

খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন যে আগে দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে আমাদের বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটলো। গতকাল রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে। বিস্ফোরণের দুইটা ঘটনাতেই আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা গোপন একটা তদন্ত করছি।

এই বিষয়ে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটের আগুনের ঘটনাটি আমাদের র্যাবের পক্ষ থেকে এর যথাযথ কারণ ও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা না কি নাশকতা, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র‌্যাবের তদন্ত দল।

গোয়েন্দা তথ্য মতে, এসব আগুনের রহস্য উদঘাটন করতে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিশেষ বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি হঠাৎ আগুনের ঘটনা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে খোদ আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

আগুনের ঘটনায় বঙ্গবাজারের ব্যবসায়ী ও নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নাশকতার গন্ধ পাচ্ছি আমরা। এ আগুনের পেছনে কারো না কারো হাত রয়েছে অন্যথায় এতো বড় আগুন লগবে কেনো। এভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুরু থেকেই অভিযোগ করছিলেন।

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নাহিদ বলেন, এটি পরিকল্পিত ঘটনা মনে হচ্ছে। আমাদের উচ্ছেদ করতে কেউ পেছন থেকে আগুন লাগিয়ে থাকতে পারে।

আগুনে ক্ষতিগ্রস্ত নিউ মার্কেটের আরেক ব্যবসায়ীর বেলাল বলেন, সিসিটিভি ফুটেজ আছে সেটি দেখে তদন্ত করা উচিত আগুন লাগিয়ে দেওয়া না কি এমনি লেগেছে । আমাদের সন্দেহ হয়।

নিউ মার্কেটের আরেক ব্যবসায়ী মা এন্টারপ্রাইজের ব্যবসায়ী নাসিমা চৌধুরী বলেন, আমার সব শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষ্যে মার্কেটের গোডাউন ভর্তি পণ্য তোলা হয়েছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সব পুড়ে শেষ হয়ে গেল। এই আগুন কি কেউ লাগিয়ে দিয়েছে কিনা সেটা সরকার বাহিনীর দেখা উচিত। আমরা তো অসহায় হয়ে পড়লাম, আমাদের কি হবে?

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমার এখানে তিনটা দোকান ছিল সব পুড়ে গেছে। এই আগুন আমার কাছে মনে হচ্ছে নাশকতা। এটা তদন্ত করা উচিত।

আগুনের এসব বিষয়ে নিয়ে পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ইদানিং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকান্ডের প্রতিটি ঘটনার তদন্ত করছে আমাদের বাংলাদেশ পুলিশের বিশেষ বিশেষ ইউনিট তারা বিষয়টি খতিয়ে দেখছে।

এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিভিন্ন সময়ের অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্ব সহকারে তদন্ত করছে। তাছাড়া এসব ঘটনায় কমিটি গঠন করে কাজ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব ঘটনা নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে ঘটনাগুলোতে গোয়েন্দাদের কোনো গাফিলতি নেই। তবে যেসব জায়গায় আগুন লাগছে সেই সব ভবন আগে থকেই ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও দেখা হচ্ছে এসব ঘটনা নাশকতা কি না।

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা বেড়েই চলছে এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ও নিউ মার্কেটের ঘটনায় আমাদের বিশেষ টিম কাজ করছে। এখানে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে চাইলে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মুঠো ফোনে বলেছেন,বঙ্গবাজার ও নিউ মার্কেটের অগ্নিকান্ডে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা যেসব অভিযোগ করেছেন তা আমলে নিয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে আগুনের রহস্য উদঘাটন করতে পুলিশের বিশেষ টিম ও একাধিক সংস্থা মাঠে নেমেছে। আগুন লাগার পেছনে কোনো ধরনের নাশকতার কিছু পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এর সঠিক কারণ ও বের করা হবে।

বঙ্গবাজার এবং নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, আতঙ্ক আর সন্দেহ নিয়ে ব্যবসা করা যায় না। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই রাজধানীর ব্যস্ততম এলাকা নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটল। দুটি মার্কেটেই একদম সকালে আগুন লেগেছে। ঈদের আগে পরপর এমন ঘটনায় আতঙ্ক ও সংশয় দেখা দিয়েছে ব্যবসায়ীদের মনে। এসব আগুন কিভাবে লাগলো তা ক্ষতিয়ে দেখতে প্রসাশনকে অনুরোধ জানাই।