ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হত্যা, প্রধান অভিযুক্ত রায়হান আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিককে (২৭) খুনের ঘটনার প্রধান হত্যাকারী রায়হানকে (২৫) আটক করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়।
আটক রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়নাল আবেদীন।
এর আগে, একই দিন বিকেলে জেলা শহরের ফারুকী পার্কের সামনে রায়হানের নেতৃত্বে কয়েকজন যুবক আশিককে ছুরিকাঘাত করে খুন করে।
আইকে