ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

বাড্ডায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী খুন


৫ ডিসেম্বর ২০২২ ১০:৩৭

ছবি সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরি সাতিল (২০) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন শিক্ষার্থী।

শাতিল রাজধানীর বিএন কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত সাতিলের বাড়ি ঢাকার দোহারে।

তার বাবার নাম গোলাম মনিরুজ্জামান চৌধুরি। সাতিল বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

আহত দু’জন হলেন- রুপম ও সোয়াইব হোসেন (১৮)। এরা দু’জন পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


হত্যা