ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

সিরাজ ডায়িংয়ে ভাইভা দিতে গিয়ে হেনস্থার শিকার নারী


১৪ নভেম্বর ২০২২ ২১:৪৫

প্রতিকি

রাজধানীর অদূরে টঙ্গিতে ভাইভা দিতে গিয়ে এক নারী হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি সিরাজ ডায়িং এ্যান্ড প্রিন্টিং এ ভাইভা দিতে গিয়েছিলেন।

ওই নারী অভিযোগ করেন, যথাযথ নিয়ম মেনেই তিনি ওই প্রতিষ্ঠানে যান। ভাইভা বোর্ডে বসার পর সেখানকার কর্তব্যরত কর্মকর্তারা তার সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি সেখান থেকে চলে আসেন।

তিনি বলেন, এ রকম একটি কোম্পানির কর্মকর্তারা যে আচরণ করলেন এখানে কর্মরত অন্য নারীরা কেমনে কাজ করে সেটিই তার প্রশ্ন। প্রতিষ্ঠানে নারীরা স্বাধীনভাবে কাজ করবে বা তার পরিবেশ নিশ্চিত করবে এটি নিয়ম। কিন্তু এখানকার কর্মকর্তাদের আচার আচরণ চরম নারী বিদ্বেষী এবং তাদের চারিত্রিকও সমস্যা রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ভুক্তভোগী ওই নারী একটি প্রতিষ্ঠিত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার স্ত্রীও।

এদিকে এ বিষয়ে সিরাজ ডায়িং এ্যান্ড প্রিন্টিংয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ওই নারীর সঙ্গে কোন অশোভন আচরণ করা হয়নি। তার কোন প্রমানও তার নিকট নাই। সিরাজ ডায়িং একটি প্রতিষ্ঠিত কোম্পানি এ ধরনের কেউ আচরণও করেননা।