ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

মোহনপুরে চোলাইমদসহ ব্যবসায়ী গ্রেপ্তার


৮ নভেম্বর ২০২২ ০৮:০৬

মোহনপুরে চোলাইমদসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) সকালে আসামীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির বেলনা গ্রামের ঝালপুকুর স্থান থেকে জগেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী অজিদ সরদার(৩৪) কে ১২ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।