ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

পল্লবীতে নারীর মৃত্যকে কেন্দ্র করে ধ্রুমজাল


৬ নভেম্বর ২০২২ ১৩:২৪

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় চাঁদনী নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় মিরপুর পল্লবীর ১০ নম্বর সেকশনের মুসলিম ক্যাম্পের ভাড়া বাসায় চাঁদনী (২২) নামের ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পল্লবী থানা পুলিশ। নিহতের স্বজনদের দাবি, চলতি বছরের ফেব্রয়ারিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হন চাদনীর স্বামী জাহিদ। এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে আসামিদের পক্ষে চাপ দিতে স্থানীয় নাদিম, ভলু ও বদ্রু। কথা না শোনায় মামলার আসামিরা জাহিদের স্ত্রী চাঁদনীকে খুন করেছে বলে দাবি তাদের।  

স্থানীয়রা জানান, স্বামী জহিদ হত্যার পর থেকে সন্তান নিয়ে তার বোনের বাসায় থাকতেন চাঁদনী। বোনের সঙ্গে তার মনোমালিন্য হলে মুসলিম ক্যাম্পের একটি রুম ভাড়া করে সন্তানকে নিয়ে এক নারীর সঙ্গে থাকতেন চাঁদনী।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে । এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।