কোটি টাকা পাচার: উল্কা গেমস’র সিইও জামিলুর আটক

বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি-কোটি টাকা বিদেশে পাচারের মূলহোতা উল্কা গেমস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ সাত জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার রাতে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রশিদ ছাড়া বাকিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, তিনপাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা দেশের বাইরে পাচারের মূলহোতা উল্কা গেমস’র সিইও জামিলুর রশিদসহ সাত জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ইমরান খান।