ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

ভুুমিখেকো জামানের কাছে অতিষ্ট পল্লবী এলাকার মানুষ


৯ অক্টোবর ২০২২ ০৪:৩৬

সংগৃহিত

রাজধানীর পল্লবী এলাকার চিহ্নিত জমির দালাল জামানের কাছে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অন্যের জমি দখল, জমি বিক্রির নামে প্রতারণা আবার কখনো প্রকৃত জমির মালিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানীর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রশাসনের লোকজনের সঙ্গে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে মুখ খোলেনা কেউ। এ অবস্থা দীর্ঘদিন ধরে চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, পল্লবী থানাধীন বারুনটেক এলাকায় নিজ নামে জমি রয়েছে জামানের। তাতে কি, আরো জমি চাই তার। এ কারণে অন্যের জমি ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের বলে অন্যত্র বিক্রি করে থাকেন। জমির প্রকৃত মালিক এ বিষয়ে কথা বলতে গেলে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে আসছেন জামান। শুধু অন্যের জমি নয় তার আপন ভাইদের জমিও বাগিয়ে নিয়েছেন একইভাবে। সম্প্রতি জামানের বিরুদ্ধে মুখ খোলায় তার ফুফাতো ভাই সজিবের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেলেও তদন্তকারি কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে সজিবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও সজিবের বাবা ৯০ বছরের বৃদ্ধ তার বিরুদ্ধেও চাদাবাজির মামলা দিয়েছে জামান।

বর্তমােন সজিবকে ও তার বাড়ির কেয়ারটেকারকে হুমকি দিচ্ছে। জামান তার আপন ভাই হান্নান ও চাচতো ভাই ডা, মাসুদকে থানায় ডেকে নিয়ে জোরপুর্বক স্বাক্ষর নিয়েছে বলে জানা গেছে। জামানের বিরুদ্ধে রাজউকে অভিযোগ করায় সজিব ও তার ফুফাতো ভাই মুকুটের বিরুদ্ধে থানায় চাদাবাজির অভিযোগ করে নানা হুমকিক দিচ্ছে জামান।

এছাড়া পার্শ্ববর্তী এক জামির মালিককে তার জমি বুঝিয়ে না দিয়ে উল্টো জমিটি দখলের পায়তারা করছেন। দীর্ঘদিনর ধরে প্রশাসনের লোকজনের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করে আসছেন জামান। তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। কিন্তু কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ থাকায় বরাবরই তিনি পার পেয়ে যাচ্ছেন। অনেকেই তাকে বালুঘাট ও বারুনটেক এলাকার ভুমিদস্যু ও ত্রাস বলে জানেন।

এ বিষয়ে জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।