জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ: বাড়িছাড়া ৪ যুবকসহ গ্রেপ্তার ৭

বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া যুবকদের মধ্যে ৪ জনসহ ৭ জনকে ‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে বুধবার (৫ অক্টোবর) ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন বিস্তারিত জানাবেন।