পি কে হালদারের দুই নারী সহযোগী আটক
-2022-08-24-09-11-26.jpeg)
দেশ ছেড়ে পালানোর প্রস্তুতির সময় আলোচিত পিপলস লিজিং এন্ড ফাইন্যন্স কোম্পানী এর প্রায় দুইশ কোটি টাকা আত্মসাতকারী পি.কে হালদার এর সহযোগী দুই জন নারী প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সদরদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, দুই নারী প্রতারক বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ (২৪ আগস্ট) বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।