হাজতখানায় আসামির আত্নহত্যা

রাজধানীর হাতিরঝিল থানাহাজতে এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম রোমান (২৪)। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রোমান পিউর-ইট ফিল্টার কোম্পানিতে কাজ করতেন। চুরির একটি মামলায় শুক্রবার জুমার নামাজের পর রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার বিকালে রোমানের বোনের দেবর সোহেল আহমেদ জানান, আজ দুপুর ১২টার দিকে রোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তারা থানায় এসে দেখেন পরনের ট্রাইজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে রোমানের নিথর দেহ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সোহেল আহমেদ আরও জানান, নিহত রোমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হাজতখানার সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন, রোমান নিজে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের দায়িত্ব অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের অফিসিয়াল মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি ফোন কেটে দেন। এছাড়া ডিউটি অফিসারসহ অন্য কর্মকর্তাদের ফোনে কল করা হলেও তারাও ফোন রিসিভ করেননি।