ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

ডিবি কার্যালয়ে মামুনুল


১৮ এপ্রিল ২০২১ ২২:০৭

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে তেজগাঁও জোনের উপকমিশনারের (ডিসি) কার্যালয় থেকে মিন্টো রোডের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম রোববার বেলা পৌনে তিনটার দিকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে মামুনুলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। তিনি শিক্ষকতা করেন ওই মাদ্রাসায়।

গ্রেপ্তারের পর মামুনুলকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।